সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০৪ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছয় মাস মেয়াদি এই কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করে কেন্দ্রীয় কমিটি।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুনতাছির হাসান মেহেদী, সদস্য সচিব হয়েছেন মাসুদ রানা এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সালমান জোয়ারদার। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিয়া ভূইঁয়া রাজিতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শাখার একটি কমিটি প্রকাশ করা হয়েছিল। ওই কমিটিতে সজিব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হাসান রিপনকে মুখ্য সংগঠক এবং টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়েছিল।
তবে কমিটি ঘোষণার দুই দিন পর সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কমিটি স্থগিত করা হয়েছিল।
এছাড়াও গত ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে গত ২ নভেম্বর সব কমিটির স্থগিতাদেশ তুলে নিয়ে কার্যক্রম পুনরায় চালু করা হয়।
নাজমুল হাসান/এআরবি