গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গীতে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে টঙ্গী মিলগেট এলাকার হা-মীম গ্রুপের সিসিএল-৩ কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে কারখানাটির একজন শ্রমিক কর্মস্থলে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজও কর্মস্থলে আরেক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ খবরে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরের পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে প্রথমে কারখানার ভেতরে চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনকে ভর্তি, তিনজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. তারিক হাসান জানান, শ্রমিকরা সাধারণ উদ্বেগ ব্যাধি বা আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়েছেন। এ ধরনের রোগীরা একজন আরেকজনের দেখাদেখি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা পেলেই তারা সুস্থ হয়ে উঠবেন।
আরএআর