খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছারছীনা দরবার শরীফে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন বাদ মাগরিব এ দোয়া অনুষ্ঠিত হয়।
আমিরে হিযবুল্লাহ ও দরবার শরীফের পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) লাখো মুসুল্লি সঙ্গে নিয়ে এই দোয়া পরিচালনা করেন।

দোয়া মাহফিলে পীর সাহেব বলেন, পথহারা ও দিশেহারা মানবজাতিকে হেদায়াতের পথে আনতে মহান আল্লাহ তায়ালা যুগে যুগে নবী–রাসূল পাঠিয়েছেন। আমরা শেষ নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর উম্মত। তিনি সত্য-মিথ্যার পার্থক্য, নাজাতের পথ ও আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষায় আমাদের পথপ্রদর্শক। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি মহব্বত ছাড়া ঈমান পূর্ণতা পায় না। এ মহব্বতই মুমিনের আমল উন্নত করে এবং আখিরাতে মহান সাফল্যের কারণ হয়।
তিনি আরও বলেন, নবীজির প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয় বরং তা জীবনের সবকিছুর ওপর প্রাধান্য দিয়ে তার সুন্নাহ ও আনুগত্যের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে।
শনিবার মাহফিলের প্রথম দিন ছিল। রোববার (৩০ নভেম্বর) মাহফিলের দ্বিতীয় দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এ মাহফিলে আগমন বাতিল করা হয়। সোমবার বাদ জোহর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
শাফিউল মিল্লাত/এএমকে