সিলেটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এনসিপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজন করা এ দোয়া মাহফিলে এনসিপির জেলা নেতা ও কর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তব্য দেন সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ। বক্তব্যকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মুখেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন।
জুনেদ আহমদ আরও বলেন, আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আব্দুস শহীদ, অ্যাডভোকেট গোলাম আকবর, মো. হিফজুর রহমান খান, ডা. সোলাইমান খান, সাইফুল ইসলাম নজরুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল ওয়াদুদ শিপন, ফয়সল আহমদ, সালমান আহমদ খোরশেদ, নাসিম চৌধুরী, আলী হোসেন, সাদী জামালী, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, আকতার হোসেন, সামছুজ্জামান হেলাল, সালাহ উদ্দিন সাজু, বুরহানুদ্দীন ইউসুফ, জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক আব্দুর রহিম, জেলা সদস্য শেখ সাদী রাসেলসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
মাসুদ আহমদ রনি/আরকে