চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্য আটক

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে মাঠে নেমেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে শহরের বিভিন্ন স্থানে সাড়াঁশি অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।
এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
তিনি বলেন, কিশোর অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে কিশোর অপরাধী সন্দেহে ৪৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩০ জন স্কুল ও কলেজের শিক্ষার্থী। ১৩ জন জুয়াড়ী, ১ জন ওয়ারেন্ট প্রাপ্ত আসামি, ১ জন মাদকে আসক্তি।
শিক্ষার্থীদের মধ্যে কারও বিরুদ্ধে মামলা আছে কি তা যাচাই-বাছাই করে প্রকৃত অভিভাবকের কাছে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলিকা ও জিম্মা প্রদান করা হবে।
আনোয়ারুল হক/এএমকে