জেলের জালে উঠে এলো শিশুর মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে জেলেদের জালে অজ্ঞাত শিশুটির মরদেহ উঠে আসে।
স্থানীয়রা জানান, জেলেরা জাল টানার সময় হঠাৎ জালের সঙ্গে শিশুর নিথর দেহ ভেসে উঠতে দেখে চিৎকার করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। পরে সলঙ্গা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুল হাসান/আরকে