ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থী-জনতার সড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম সাবিনা ইয়াসমিন (৪২)। তিনি কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের মা ছিলেন এবং উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন তার ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী ড্রাম ট্রাকটি অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন, ট্রাক মালিক ও অপ্রশিক্ষিত চালকের অবহেলায় শিক্ষিকার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়, বরং হত্যার শামিল। তারা দোষীদের শাস্তির দাবিও জানান।
শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল, আমরা আশ্বস্ত করার পর তারা সড়ক ছেড়ে দেন। লাশ উদ্ধার করে পরে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাজমুল হাসান/এআরবি