‘তরুণদের অপরাধমুক্ত রাখতে খেলাধুলাই একমাত্র মাধ্যম’

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিশু-কিশোর ও যুবকদের মাদক, জুয়া, ইভটিজিংসহ সব সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে হলে খেলাধুলাই একমাত্র মাধ্যম।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে মাসব্যাপী ‘অনূর্ধ্ব-৮ ও ১৬ শিশু-কিশোরদের ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পিং উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি অর্জন করেছে। দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষিত ও সুস্থ জাতি গড়ার লক্ষ্যে শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার (ভোলা) সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রমুখ
এমএসআর