বগুড়ায় কেমিক্যাল বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের রাজাবাজার এলাকায় অভিযানে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানে অনিয়ম ও প্রতারণার প্রমাণ পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারী কর্মকর্তারা মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, আমদানিকৃত পণ্যে বাধ্যতামূলক স্টিকার সংযুক্ত না করা, দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশি ব্র্যান্ডের স্টিকার ব্যবহার এবং বিভিন্ন নামি ব্রেন্ডের স্টিকার স্থানীয় প্রতিষ্ঠানে বিক্রি করাসহ দীর্ঘদিন ধরে একাধিক অসৎ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব অনিয়মের মাধ্যমে ভোক্তাদের প্রতিনিয়ত প্রতারিত করা হচ্ছিল।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা এবং দোকানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের সুরক্ষা ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
এমএন