আন্দোলনে নেতৃত্ব দেওয়া ময়মনসিংহের ২ শিক্ষককে বদলি

ময়মনসিংহ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক নেতাকে বরিশাল এবং জামালপুর জেলায় বদলি করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এই বদলির আদেশ দেওয়া হয়।
বদলি করা শিক্ষক নেতারা হলেন—ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। তাকে বরিশাল সদরের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। একইসঙ্গে জেলার হালুয়াঘাট উপজেলা থেকে শিক্ষক নেতা মো. রোকনুজ্জামান রাসেলকে বদলি করা হয়েছে জামালপুর সদরে। তবে বর্তমান ও পদায়নকৃত বিদ্যালয়ের নাম জানা যায়নি।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় অধিদপ্তর থেকে এই শিক্ষকদের বদলি করা হয়েছে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি মনে করি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক লাইভে এসে সহকর্মী এবং নিজের বদলি নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম।
তিনি বলেন, আমাকে সাড়ে ৪শ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই। ময়মনসিংহের ফুলপুর থেকে সাড়ে ৪শ মাইল দূরে বরিশাল সদরে বদলি করা হয়েছে। আন্দোলন করতে গিয়ে এর আগে মামলায়ও পড়তে হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে