দেড় কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ, আটক ১

রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এসব ব্যান্ডরোলের মূল্য প্রায় দেড় কোটি টাকা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে উপজেলার গজঘণ্টা জয়দেব থেকে এসব ব্যান্ডরোল জব্দ করা হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হােসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল গজঘণ্টা জয়দেব গ্রামের খামারটারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। সেখানে পরিবহনের উদ্দেশ্যে ভ্যানে ওঠানাের সময় তিন বস্তা জাল ব্যান্ডরােলসহ আশিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে জব্দ করা তিনটি বস্তা থেকে ২৩ প্যাকেট পাওয়া যায়। সব প্যাকেট মিলিয়ে ১১ হাজার ৫০০ পাতা হয়। এসব ব্যান্ডরোলের বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা। এ ঘটনায় নকল ব্যান্ডরোল কারবারি আশিকুল ইসলামকে আটক করা হয়।
সহকারী কমিশনার সাজ্জাদ হােসেন বলেন, তিনি হারাগাছের কার্তিক মধ্যপাড়া গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে। তাকে গঙ্গাচড়া মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ফৌজদারি মামলা করা হবে। সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর