মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৩০

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় তিনটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ৩০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে সিমেন্টবোঝাই বোট মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছে—এমন খবর পেয়ে সমুদ্রে টহল জোরদার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে টহলরত নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্ট মার্টিনের কাছাকাছি সাগরে তিনটি সন্দেহজনক ট্রলার শনাক্ত করে, থামার নির্দেশ দিলে সেগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি আল্লাহর দান’, ‘এফবি আলাউদ্দিন-১’ ও ‘এফবি আলাউদ্দিন-২’ নামের তিনটি ট্রলার আটক করা হয়। এ সময় তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। একই চোরাচালানে জড়িত ৩০ জনকে আটক করা হয়।
জব্দ করা ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, মিয়ানমারে উচ্চ দামে বিক্রির আশায় দীর্ঘদিন ধরে এক শ্রেণির চক্র সিমেন্টসহ বিভিন্ন পণ্য পাচারে জড়িত।
সমুদ্রসীমায় চোরাচালান, জলদস্যুতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনী নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে।
ইফতিয়াজ নুর নিশান/এএমকে