ইউএস-বাংলা মেডিকেল কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইউএস-বাংলা মেডিকেল কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সংবর্ধনা ও বৈদেশিক শিক্ষা সফর উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে মেধার স্বাক্ষর রাখা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও উৎকর্ষ অর্জনে তাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. মাহাবুব ঢালী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।
ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম জানান, আসছে জানুয়ারিতে কলেজের নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের নিয়ে মালয়েশিয়ায় স্টাডি ট্যুরের আয়োজন করা হবে। এ স্টাডি ট্যুরের মূল আকর্ষণ হিসেবে শিক্ষার্থীরা মালয়েশিয়ার দুটি সুপরিচিত মেডিকেল বিশ্ববিদ্যালয় Management and Science University (MSU) এবং Universiti Teknologi MARA (UITM)-এ একাডেমিক ভিজিটে অংশ নেবে। সেখানে তারা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, কারিকুলাম, অত্যাধুনিক ল্যাব, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা সরাসরি পর্যবেক্ষণ করবে।
তিনি আরও জানান, নির্বাচিত শিক্ষার্থীরা দুই সপ্তাহের একটি আন্তর্জাতিক স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই এক্সচেঞ্জ প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন, চিকিৎসা বিষয়ক দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমানের মেডিকেল পরিবেশে কাজ করার বাস্তব ধারণা পেতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইউএস-বাংলা মেডিকেল কলেজ মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ চিকিৎসক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা, আধুনিক মেডিকেল প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টিকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক সার্জারি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুল মতিন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য্য, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবিদা আহমেদ এবং পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবা সুলতানা।
মেহেদী হাসান সৈকত/আরএআর