প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরের আত্মহত্যা

কুষ্টিয়ার মিরপুরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় শাওন হোসেন (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাওন হোসেন মিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শাওন স্থানীয় একটি কলেজে পড়াশোনা করে। বিভিন্ন প্রয়োজনে মাঝেমধ্যেই সে গ্রাম থেকে কুষ্টিয়া শহরে যাওয়া-আসা করতো। শহরের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শাওন পরিবারের সদস্যদের কাছে তার প্রেমের সম্পর্কের কথা জানায় এবং বিয়ের জন্য বলে। কিন্তু শাওনের মা-বাবা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি।
এ নিয়ে পরিবারের লোকজন শাওনকে বকাবকি করেন। এতে ক্ষোভে-অভিমানে শাওন বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাওনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে- প্রেমঘটিত কারণে শাওন আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরএআর