‘বাউফলে জামায়াত শক্ত ঘাঁটি তৈরি করেছে, তাদের প্রতিহত করতে হবে’

বাউফলে জামায়াত শক্ত অবস্থান তৈরি করেছে, তাদের প্রতিহত করতে হবে এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত শেষে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে শহিদুল আলম তালুকদার বলেন, বাউফলে জামায়াত শক্ত ঘাঁটি তৈরি করেছে, তাদের প্রতিহত করতে হবে। জামায়াতকে ঠেকাতে শহিদুল আলমকে প্রয়োজন। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সাথেই থাকব। এ আসন থেকে আমি-ই প্রথম এমপি নির্বাচিত হয়েছি। আমার হাত ধরেই এখানে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ জানেন আমি কেমন।
স্থানীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছিলেন, ধানের শীষ প্রতীক যিনি পাবেন আমরা তার সাথেই থাকব। কিন্তু এখন মনোনয়ন ঘোষণার পর কেন বলা হচ্ছে এই মনোনয়ন মানি না? আপনাদের প্রতি আহ্বান দলের সিদ্ধান্ত মেনে সব বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করে এ আসনটি বিএনপিকে উপহার দিন।
এ সময় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব। উপস্থিত ছিলেন শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলিসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে।
এআরবি