কক্সবাজারে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে নিজেকে শেষ করে দিলেন যুবক

কক্সবাজারে অনলাইন জুয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে 'আত্মহত্যা' করেছেন ইমরান নামে ২৮ বছর বয়সী এক যুবক। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ইমরানের প্রতিবেশীরা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত এবং স্থানীয় অনেকেই তার কাছে টাকা পান। ঋণের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে ইমরান আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা তাদের।
নিহত ইমরানের এক নিকটাত্মীয় বলেন , 'রাতে ইমরান ঘরে প্রবেশ করে রুমের দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে সাড়া না পাওয়া রুমের দরজা ভাঙ্গা হয় এবং তাকে ফ্যানের সাথে রশি লাগানো অবস্থায় পাওয়া যায়।'
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, 'প্রাথমিক তদন্ত বলছে এটি আত্মহত্যা, নিহত যুবক অনলাইন জুয়ায় আসক্ত ছিল বলে শুনেছি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। '
এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
ইফতিয়াজ নুর নিশান/এমটিআই