সিলেটে ৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এসব আসনের তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে দলটি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রথম দফার ঘোষিত তালিকায় সিলেট বিভাগকে বিশেষ গুরুত্ব দিয়েছে এনসিপি। বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে সিলেটের ঘনিষ্ঠতা, এলাকার রাজনৈতিক গুরুত্ব এবং তরুণ ভোটারদের প্রভাব বিবেচনায় এনে দলটি এখানে অভিজ্ঞ, প্রবাসী ও নতুন নেতৃত্বকে সামনে এনেছে বলে জানা গেছে।
সিলেট-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। স্থানীয়ভাবে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি থাকায় তাকে নির্বাচিত করা হয়েছে।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সিলেট-৪ (জৈন্তাপুর–গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম। সীমান্তবর্তী এই এলাকায় তিনি গত কয়েক বছর ধরে সাংগঠনিক কার্যক্রম, মানবিক উদ্যোগ ও স্থানীয় যোগাযোগ বাড়াতে কাজ করেছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, যিনি সংগঠনের ভেতরে সক্রিয় ভূমিকা এবং মাঠপর্যায়ে দীর্ঘদিনের কর্মতৎপরতার জন্য পরিচিত।
অন্যদিকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–শায়েস্তাগঞ্জ) আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেককে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। স্থানীয় রাজনীতিতে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই যোগ্য, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনে আনা হচ্ছে। তিনি জানান, দ্বিতীয় দফায় আরও আসনের মনোনয়ন খুব শিগগিরই প্রকাশ করা হবে। মাঠপর্যায়ে জরিপ, জনপ্রিয়তা, দলীয় তৎপরতা ও জনস্বার্থে কাজের ইতিহাস বিবেচনা করে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে।
মাসুদ আহমদ রনি/আরকে