কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া, কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে দলটির যুগ্ম মুখ্যা সমন্বয়ক নাভিদ নওরোজ শাহকে শাপলা কলি প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। এদিন কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসনকে বাদ রেখে ২টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি।
প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই যোগ্য, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতৃত্বকে সামনে আনা হচ্ছে।
তিনি জানান, দ্বিতীয় দফায় আরও আসনের মনোনয়ন খুব শিগগিরই প্রকাশ করা হবে। মাঠপর্যায়ে জরিপ, জনপ্রিয়তা, দলীয় তৎপরতা ও জনস্বার্থে কাজের ইতিহাস বিবেচনা করে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে।
আরিফ আজগর/এএমকে