ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যান আরোহী স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং একই গ্রামের বিকাশ সরকারের ছেলে ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দর থেকে বিল্পবের ব্যাটারিচালিত ভ্যান যোগে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক ডিভাইডারের সামনে আসলে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় বিল্পবকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যানস্থানীয়রা। সেখান তাকে থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। ফরিদপুরে নেওয়ার পথে বিল্পবেরও মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আকাশ আহম্মেদ সোহেল/আরএআর