মির্জা ফখরুল ১৬ বছর ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি : স্ত্রী রাহাত আরা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শিমুলডাঙ্গী স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাহাত আরা বেগম বলেন, আপনাদের স্যার ৩৭ বছর ধরে রাজনীতি করছেন। প্রতিবারই তিনি এই আসন থেকে নির্বাচন করেছেন। আজ শুধু একটি কথাই বলব তিনি প্রচণ্ড কষ্ট করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, এই ৩৭ বছরের মধ্যে ১৬ বছর তিনি (মির্জা ফখরুল) ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি, ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারেননি। মোট ১১ বার তিনি কারাগারে গেছেন। একবার টানা সাত মাস, আবার কখনো তিন মাস, দুই মাস কিংবা এক মাস করে কারাভোগ করতে হয়েছে।
বক্তব্যে আবেগ প্রকাশ করে রাহাত আরা বেগম বলেন, আপনারা তাকে একটু শান্তি দিয়েন। তিনি শান্তিতে থাকতে পারেন না। দেশ যখন বিপদের দিকে যায়, তখন তিনি রাতের পর রাত ঘুমাননি।
স্বামীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের কষ্টে উনার মন কাঁদে। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান-বৌদ্ধ সবাইকে নিয়েই। ঢাকায় থাকার সময় ঠাকুরগাঁওয়ের মানুষ রিকশা চালাচ্ছে এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়তেন। বাসায় বসে আমাকে বলতেন, আমার দেশের মানুষ ভালো নেই। কবে আমরা মুক্তি পাব? কবে মানুষের মুখে হাসি ফোটাতে পারব?
রাহাত আরা বেগম আরও বলেন, আমরা হিন্দু-মুসলমান বুঝি না। সবচেয়ে বড় ধর্ম হলো মানবধর্ম। মানবধর্মের চেয়ে বড় কিছু পৃথিবীতে নেই। উনি চান আপনাদের মুখে হাসি ফুটুক।
উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এবার আপনাদের স্যারকে জয়যুক্ত করুন। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের কথা তিনি শুনবেন। তখন দেশ আরও এগিয়ে যাবে।
রেদওয়ান মিলন/এসএসএইচ