গোল্ডেন টিউলিপে শিশুদের তুলিতে স্বাধীনতার গল্প

মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধ ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকা সফলভাবে হোটেল প্রাঙ্গণে এক মনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত এই আয়োজনে হোটেলের "হল দিমার্ক" মুহূর্তের মধ্যে পরিণত হয়েছিল রং আর দেশপ্রেমের এক জীবন্ত ক্যানভাসে।
৫ থেকে ১২ বছর বয়সী ক্ষুদে শিল্পীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। তারা তাদের তুলির আঁচড় ও রং পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তোলে বিজয় দিবসের চেতনা, জাতীয় গর্ব এবং স্বাধীনতার ঐতিহাসিক সংগ্রাম। এই আয়োজন শিশুদেরকে সৃজনশীলতা ও কল্পনার মাধ্যমে জাতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার একটি গতিশীল মঞ্চ উপহার দিয়েছে।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক-ঢাকার মার্কেটিং ও কমিউনিকেশনস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে ঢাকা পোস্টকে বলেন, বিজয় দিবস আমাদের জাতির অপরাজেয় চেতনার এক মহা-উৎসব। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল, আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতার স্ফুরণ ঘটানো। তাদের চোখে বাংলাদেশের মানচিত্র থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন দৃশ্য পর্যন্ত যে গল্পগুলো ফুটে উঠেছে—তা সত্যিই অনুপ্রেরণামূলক। তাদের শিল্পকর্ম একটি শক্তিশালী বার্তা দেয় যে, কীভাবে পরবর্তী প্রজন্ম আমাদের ইতিহাসের সাথে সংযোগ স্থাপন করে।
প্রতিযোগিতা সমাপ্তির পর, বিচারকরা অত্যন্ত সূক্ষ্মতার সাথে শিশুদের আঁকা চিত্রকর্মগুলো পর্যালোচনা করেন। অংশগ্রহণকারী সকলকে তাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য 'অফিশিয়াল সার্টিফিকেট অফ পার্টিসিপেশন' প্রদান করে সম্মানিত করা হয়। বিচারকার্য শেষে, আনন্দ ও উদ্দীপনার মাঝে কেক কাটিংয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি টানা হয় এবং বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএএস
