ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার : চাঁদপুরের ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া আচরণবিধি শতভাগ মেনে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। কেউ ওয়াজ-মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আমি ইউএনওদের বলে দিয়েছি। ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলেই গ্রেপ্তার করতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাজমুল ইসলাম সরকার বলেন, আপনাদের সামনে ডিসি হিসেবে এসেছি নিজেকে জাহির করতে নয়, সেবক হিসেবে কাজ করতে এসেছি। জেলার মধ্যবর্তী এ হাজীগঞ্জ বাজারে কোনোভাবেই যেন হকার বসতে না পারে এজন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবে প্রশাসন। এ নোংরা মানসিকতা থেকে সবাইকে বের হয়ে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেবেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে সেজন্য সকল রাজনৈতিক দল সহযোগিতা করবেন। একজন ভোটারের এবার দুইটি ভোট। সংসদ সদস্য প্রার্থীকে ১টি ও গণভোট ১টি। এর বাহিরে কেউ যদি কেন্দ্র দখল, ব্যালেট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার সে হাত থাকবে না।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে ৫টি সংসদীয় আসনের আমি জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার ৮টি উপজেলার মধ্যে ৭ নম্বর উপজেলা হিসেবে এখানে আমি মতবিনিময় সভা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছি। আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া আচরণবিধি শতভাগ মেনে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। কেউ ওয়াজ-মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি আইনের সঠিক প্রয়োগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রায়হান সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর জব্বার, হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক দল- বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনোয়ারুল হক/আরএআর