ঢাকা-বরিশাল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলন, এনসিপি, জামায়াত ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দুপুর আড়াইটা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় দিকে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা। পরে সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। পরে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই ফুসে ওঠে সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপি, যুবশক্তি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা দলে দলে জড়ো হন ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ডে। পরে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে "আমি কে, তুমি কে, হাদি হাদি", "যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দেও", "ভারতের আগ্রাসন, ভেঙে দেও, গুড়িয়ে দেও", " এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে", "অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন", “হাদি হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
এ সময় বক্তারা অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারকে আলটিমেটাম দেন। এতে দীর্ঘ প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে দূরদূরান্তের শত শত যাত্রী ও চালকরা। পরে স্বইচ্ছায় তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে বক্তারা বলেন, হাদিকে গুলি করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার কার্যকর করতে হবে। যারা জুলাই অভ্যুত্থানকে মুছে ফেলতে চায়, সেইসব স্বরযন্ত্রকারীদের বিচার করতে হবে। বাংলার মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। জনগণ সব সন্ত্রাসী ও স্বড়যন্ত্রীকারীদের বিচার দেখতে চায়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্য সচিব মাসুম বিল্লাহ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফেজ মোহাম্মদ হাসিবুল্লাহ, সদস্য আব্দুর রহিম, যুবশক্তির আহ্বায়ক রিশাদ রাব্বি, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হুমায়ুন কবির প্রমুখ।
এদিকে এর আগে শরীফ ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত বিচার চেয়ে রাজৈর পৌর ঈদগাহ মাঠে সামনে বিক্ষোভ ও শিবচর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/এএমকে