ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কুয়াশার তীব্রতায় নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন রোববার রাত পৌনে ১১টার দিকে এক খুদে বার্তার মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার চাদরে নৌপথের দিকনির্দেশক বাতিগুলো অস্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
এজিএম মো. সালাম হোসেন জানান, নৌপথের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
সোহেল হোসেন/বিআরইউ