বিষ মাখানো সরিষার বীজ খেয়ে শতাধিক ঘুঘু-কবুতরের মৃত্যু

সাতক্ষীরার তালায় সরিষার খেতে প্রয়োগ করা বিষ মাখানো বীজ খেয়ে অন্তত ১০০ কবুতর ও একটি ঘুঘু পাখির মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক পাখির মৃত্যুর এই ঘটনা স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী পাখির উপদ্রব ঠেকাতে গত ১৯ ডিসেম্বর তার সরিষা খেতে বিষ মেশানো বীজ ছিটিয়ে দেন। পরদিন সেই খেতে বীজ খেতে বসে পাখির দল এবং বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মারা যায় শতাধিক কবুতর ও একটি ঘুঘু। এখন পর্যন্ত শতাধিক মৃত কবুতর উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে রোববার (২১ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য। ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হরিশ্চন্দ্রকাঠি গ্রামের বাসিন্দা জিন্নাত খা ও হায়দার আলী অভিযোগ করে বলেন, তাদেরও বেশ কয়েকটি পোষা কবুতর মারা গেছে। তারা এই ঘটনায় ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের দল গিয়ে অভিযুক্ত কাউকে পায়নি।’
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল বারী পলাতক রয়েছেন। সম্প্রতি সাতক্ষীরার পদ্মশাখরায় একইভাবে শতাধিক কবুতর এবং কলারোয়ায় ১৮০ বক্স মৌমাছির মৃত্যুর ঘটনায় স্থানীয় পরিবেশবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইব্রাহিম খলিল/বিআরইউ