যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে আপনি একজন কর্মী মাত্র

বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না। আমরা শুধুমাত্র তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে কাজ করি। আপনি যদি দল করতে চান তবে তারেক রহমানের নির্দেশ মেনে নিন। দল করলে একমাত্র নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এর বাইরে আর কোনো কথা নেই। যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে আপনি একজন কর্মী মাত্র।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, কোনো ব্যক্তি দলের ওপরে না। আমাদের মধ্যে অবশ্যই প্রতিযোগিতা থাকবে। কিন্তু শেষ কথা গিয়ে দাঁড়ায় তারেক রহমানের সিদ্ধান্তের ওপরে। তিনি কোনো সিদ্ধান্ত দিলে এরপর আর কোনো কথা নেই। দল করতে চাইলে মনে রাইখেন কথাটা। দলের বদনাম কেউ সহ্য করবে না।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা দলের মধ্যে ঐক্য চাই। ভিন্ন মত থাকবে, কিন্তু সম্মান থাকতে হবে। কাউকে ভালোবাসলে অন্য কাউকে গালি দিতে হবে এমন কোনো কথা নেই।
তিনি আরও বলেন, ২০০১ সালে কুমিল্লার ১২টি আসন ছিল। সবগুলো আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। কুমিল্লার ১২ জন এমপি এবং ৪ জন মন্ত্রী ছিল বিএনপির। এই কুমিল্লা বিএনপির দুর্গ। সবগুলো আসনে যেন এবারও বিএনপি জয়ী হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে।
জাকারিয়া তাহের বলেন, যদি জেলার উন্নতি চান, জেলার ভালো চান তাহলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করুন। প্রতিযোগিতা করার একটা সময় থাকে। দলের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে হবে। ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমান আসছেন। সেদিন যেন কুমিল্লা থেকে সর্বাধিক লোক গিয়ে তারেক রহমানকে সংবর্ধনা দিতে পারি।
এসময় বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা ১১( চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ- সেনানিবাস-সিটি করপোরেশন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে কুমিল্লা শিল্পকলা একাডেমির এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীদের মধ্যে হট্টগোল বাধে। অতিথিদের বক্তব্যের সময় মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরী বক্তব্য দিতে ডায়াসে উঠলে ইয়াছিনের অনুসারীরা ইয়াছিন ভাই ইয়াছিন ভাই বলে স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের অনুসারীরা হট্টগোল শুরু করলে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ তাদের নিভৃত করেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন তার বক্তব্যে হট্টগোল করা এসব নেতাকর্মীদের হুঁশিয়ার করে এ বক্তব্য দেন।
আরিফ আজগর/এমএএস