ডেভিল হান্ট ফেইজ ২ : রাজশাহীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯

রাজশাহী নগরীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশনে নাশকতা মামলার আসামিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গেল ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়- রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ অভিযানসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮জন গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে নাশকতা মামলার আসামি আব্দুল হানিফকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃত হানিফ আওয়ামী সমথর্ক। তিনি আরএমপির কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সকল আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।