ভোলায় ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

ভোলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে মো. সিফাত হাওলাদার (২১) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত একই এলাকার বাসিন্দা বিএনপি কর্মী মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর ইউনিয়নের ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে সিফাত হাওলাদারের পরিবারের সাথে তার চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার প্রেক্ষিতে দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও শাকিবের হাতাহাতি হয়, পরে সন্ধ্যার দিকে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে অতর্কিতভাবে কুপিয়ে আহত করেন তারা। এ সময় সিফাত ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাকিল বলেন, সিফাত হাওলাদার ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। প্রশাসনের কাছে তার হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার দাবি জানাই।
খাইরুল ইসলাম/আরএআর