৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, দেলু বাহিনীর প্রধান দেলোয়ার কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে ৩০০ বার কুপিয়ে যুবককে হত্যার ঘটনার প্রধান আসামি দেলু বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বেগমগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১ সিপিসি-৩।
দেলোয়ার হোসেন দেলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বেপারী বাড়ির ছায়েদুল হক ছাদুর ছেলে।
জানা যায়, দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগীরা এক যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ৩০০ কোপের অধিক কুপিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
র্যাব জানায়, দেলোয়ার হোসেন দেলু স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান ও দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করেছে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দেলু আইনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আমরা তার সহযোগীদের গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছি। সে ছিল মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। র্যাব-১১, সিপিসি-৩ নিয়মিত অভিযান চালিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে এবং এটি অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন /আরকে