ভারতে পালানোর সময় ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ সাগর হত্যা মামলার পলাতক আসামি রাসেল পাঠানকে (৩৭) গ্রেপ্তার করেছে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় রাসেল পাঠানকে গ্রেপ্তার করা হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করলে ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি করলে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
আমান উল্লাহ আকন্দ/আরএআর