ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ ওসমান হাদির বোন

শহীদ শরীফ ওসমান বিন হাদি যে ইনসাফভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন- সেই রাজনীতিকে এগিয়ে নিতে তার বোন মাছুমা বিন হাদিকে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী করার আহ্বান জানিয়ে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় ও শহীদ সেলিম চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাছুমা বিন হাদি পরিবার ও ইনকিলাব মঞ্চ চাইলে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। তিনি সংসদে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা, সকল প্রতিষ্ঠানের ফ্যাসিবাদের অবসান এবং জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলেন। সেই কারণেই তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে।
বক্তারা আরও বলেন, হাদির রাজনীতি ছিল ক্ষমতার নয়, ইনসাফের। তার স্বপ্ন ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে ন্যায়বিচার থাকবে, দুর্নীতির জায়গা থাকবে না এবং সাধারণ মানুষ মর্যাদা নিয়ে বাঁচবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তার পরিবারের কাউকে সামনে আসা সময়ের দাবি। মাছুমা বিন হাদির মধ্যে তারা শহীদ হাদির আদর্শ, সততা ও সংগ্রামী চেতনার প্রতিফলন দেখতে পান।
মানববন্ধনে বক্তব্য দেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফসহ অন্যান্যরা।
বক্তারা আরও বলেন, মাছুমা বিন হাদি প্রার্থী হলে তিনি ইনসাফের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ ওসমান বিন হাদির অসমাপ্ত রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা দেশবাসীর।
মানববন্ধনে মো. নাজমুল হাসান টিটু বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি কোনো ক্ষমতার রাজনীতি চাইতো না, সে চাইতো ইনসাফ। সংসদে গিয়ে সে সাধারণ মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল। আজ হাদি নেই, কিন্তু তার স্বপ্ন শেষ হয়ে যায়নি। আমরা চাই, হাদি যে ইনসাফের রাজনীতি শুরু করেছিল, তা এগিয়ে নিতে তার বোন মাছুমা বিন হাদি ঢাকা-৮ আসনে প্রার্থী হোন। মাছুমা বিন হাদির ভিতরে শহীদ ওসমান হাদির প্রতিচ্ছবী দেখা যায়।
এ বিষয়ে মাছুমা বিন হাদি সাংবাদিকদের বলেন, হাদি সব সময় ইনসাফের কথা বলতো। সে যে আদর্শের জন্য জীবন দিয়েছে, তা এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। পরিবার ও ইনকিলাব মঞ্চ চাইলে দেশ ও জাতির স্বার্থে আমি প্রস্তুত।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এক নির্ভীক কণ্ঠ। অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাই ছিল তার রাজনীতির মূল দর্শন। সেই আদর্শকে সাংগঠনিক রূপ দিতে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান গড়ে তুলতে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার।
শাহীন আলম/আরএআর