জেমসের কনসার্টে ইট নিক্ষেপ, আহত ৩০

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ দিনে বহিরাগতদের ইট নিক্ষেপের কারণে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের পরিবেশনা বাতিল করা হয়েছে। বহিরাগতদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫-৩০ জন আহত হয়েছেন। অপরদিকে স্কুলের ছাত্রদের মারপিটে ৩ থেকে ৪ জন বহিরাগত দর্শনার্থীও আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ৯টা ৪৫ মিনিটের দিকে ফরিদপুর জিলা স্কুল চত্বরে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান ফটক এবং সীমানা প্রাচীর, যেটি জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত, সেই দিক থেকে ইট ছোড়া হয় বলে জানান আয়োজকরা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুধু নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। অনিবন্ধিত কয়েক হাজার বহিরাগত দর্শক সংগীতশিল্পী জেমসের কথা শুনে চলে আসেন। তাদেরকে ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা পাশের রাস্তা মুজিব সড়কে অবস্থান নেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে গানের পরিবেশনা দেখার জন্য বাইরে দুটি প্রজেক্টর লাগিয়ে দেওয়া হয়। তবে এতেও সন্তুষ্ট না হয়ে বহিরাগতরা দেওয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় স্কুল প্রাঙ্গণের দর্শক ও মঞ্চের দিকে একের পর এক ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন তারা। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাদের ছোড়া ইট-পাটকেলে স্কুল প্রাঙ্গণের ২৫ থেকে ৩০ জন আহত হন। এ সময় ৪ থেকে ৫ জন দেওয়াল বেয়ে স্কুল প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লে জিলা স্কুলের ছাত্ররা তাদের চড়-থাপ্পড় দেন।
ঘটনায় উপস্থিত কয়েকজন জানান, পুলিশ ও র্যাব নিরাপত্তায় থাকলেও পরিস্থিতি সামাল দিতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। স্কুলের স্কাউট, বিএনসিসি ও অনুষ্ঠান উপলক্ষে স্কুলের স্বেচ্ছাসেবক দিয়ে গঠন করা নিরাপত্তা উপপরিষদের শতাধিক সদস্য চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
পরিস্থিতি বিবেচনায় ৯টা ৫০ মিনিটের দিকে নিরাপত্তা উপপরিষদের সদস্য ও ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বেনজীর আহমেদ তাবরিজ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
এ অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ বলেন, অনুষ্ঠানটি জিলা স্কুলের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ছিল। তবে নগর বাউল জেমসের গান শুনতে আসা বহিরাগত দর্শকরা গান শুনতে স্কুল ক্যাম্পাসে ঢুকতে না পারায় তারা বাইরে থেকে ইট ছোড়ায় জেমসের সংগীতানুষ্ঠান স্থগিত করা হয়।
তিনি বলেন, বাইরে থেকে ইট ছোড়ায় ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২৫-৩০ জন আহত হন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কয়েকজনকে অস্ত্রোপচার করতে হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে তাদের নিজস্ব একটা অনুষ্ঠান চলছিল। তবে জেমস আসার খবর শুনে স্কুলের সামনে ২০ থেকে ২৫ হাজার মানুষ জড়ো হয়ে যায়। এত লোক স্কুলের ভেতরের প্রাঙ্গণে জায়গা দেওয়া অসম্ভব ছিল। বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে।
পুলিশের নির্লিপ্ততার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, পুলিশ তার কাজ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।
প্রসঙ্গত, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ২৫ ও ২৬ ডিসেম্বর ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্কুলের ৫ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।
রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-৩ আসনে (সদর) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ঘটনাস্থলে আসেন। তিনি এ ঘটনাটি অনভিপ্রেত হিসেবে আখ্যায়িত করে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনের এ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে শুরু হয়। গতকাল শুক্রবার ছিল আয়োজনের শেষ দিন এবং শেষ আয়োজন ছিল জেমসের কনসার্ট।
জহির হোসেন/এএমকে