পদ্মার চরে আটকা পড়ল লঞ্চের শতাধিক যাত্রী, উদ্ধার করলো নৌপুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিক ভুল করে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়
পরে রাত সোয়া ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, জাতীয় জরুরী ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক টিম পাঠিয়ে চরে আটকে থাকা লঞ্চ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এখন পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে