বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, সড়ক অবরোধ

রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিরুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
এদিকে অটোচালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে শত শত যানবাহন আটকে পরে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকেলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে চালক জামিরুল ইসলাম গুরুতর আহত হন। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ খবর জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ রসময় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি অংকন পাল ও কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করেন। পরে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। একই সাথে বাসটিও থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর