অবশেষে ময়মনসিংহ-১০ আসনে ধানের শীষের কান্ডারি বাচ্চু

অবশেষে বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির উত্তপ্ত জনপদ হিসেবে পরিচিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়ে ধানের শীষের কান্ডারি হয়েছেন মো. আখতারুজ্জামান বাচ্চু। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী আনন্দিত।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রের মাধ্যমে এ আসনের প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়নে এ জেলার ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। এরপর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়। তবে ১ মাস ২৪ দিন পর এই আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলো।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার খবরে আখতারুজ্জামান বাচ্চুর অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হলেও অপর একটি পক্ষ মনোনয়ন বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্নিসংযোগ করে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আখতারুজ্জামান বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়াও এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ডা. মোফাখারুল ইসলাম রানা, সাবেক সাংসদ পুত্র মুশফিকুর রহমান, অ্যাডভোকেট ফাত্তাহ খান এবং এবি সিদ্দিকুর রহমান।
দলীয় একটি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় আখতারুজ্জামান বাচ্চু দলের আস্থা অর্জন করেছেন। এ কারণে দল তার ওপর আস্থা রেখেছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আখতারুজ্জামান বাচ্চু ঢাকা পোস্টকে বলেন, গফরগাঁওবাসীর উন্নয়ন এবং অধিকার বঞ্চিত জনগণের কল্যাণে সবাইকে পাশে নিয়ে কাজ করতে চাই। আশা করছি দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের মতপার্থক্য ভুলে দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর