শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা। বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কে নজিরবিহীন যানজট তৈরি হয়েছে, যা এই মহাসড়ক ব্যবহারকারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীরা মহাসড়ক ত্যাগ করলেও টঙ্গী থেকে ঢাকামুখী সড়কে এবং উত্তরা থেকে গাজীপুরমুখী সড়কে তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট ঢাকার বনানী পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুধু মহাসড়ক নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার যানজট দেখা গেছে।
সরেজমিনে টঙ্গীর বোর্ডবাজার এলাকা থেকে দেখা যায়, গাজীপুরমুখী যানবাহন সড়কে স্থির অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও যানবাহন কমছে না। এর ফলে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকার বনানী পর্যন্ত এলাকায় জট তৈরি হয়েছে। এছাড়া, টঙ্গীর দুটি উড়াল সড়কের নিচে ইউ-টার্নে যানবাহনের চাপের কারণে ঢাকামুখী সড়কেও তীব্র যানজট দেখা দিয়েছে। কয়েক ঘণ্টা ধরে যানবাহন সেখানে আটকে আছে।
ঢাকা থেকে আসা আলম এশিয়া গাড়ির চালক মহিবুল ঢাকা পোষ্টকে বলেন, উত্তরা থেকে দেড় ঘন্টা সময় লাগছে টঙ্গী কলেজগেট পর্যন্ত আসতে। এখন গাড়ি আর যাচ্ছে না। যাত্রীরা দিশেহারা হয়ে গেছে।
ময়মনসিংহ থেকে আসা যাত্রী ইয়াসিন মিয়া জানান, গাজীপুরের পর থেকে গাড়ি আর চলছে না। এক ঘণ্টা বসে থাকার পর হেটে যেতে শুরু করেছি। এই জ্যাম মনে হয় রাতেও কমবে না।
টঙ্গী পুর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে, কিন্তু যানজট এখনও কমেনি। আমরা যানজট নিরসনে কাজ করছি।
এআরবি