মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এরপর মনোনয়নপত্র তুলে দেন খুলনা-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপর দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিস শূরার সদস্য ও মহানগরীর জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।
এর আগে সকাল সাড়ে ৯টার মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে দলীয় নেকাকর্মীদের সঙ্গে নিয়ে খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অবস্থান করে।
মোহাম্মদ মিলন/আরকে