বগুড়ার দুই আসনে তারেক রহমান ও খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়ার দুটি আসন থেকে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বগুড়া-৬ (সদর) আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলের শীর্ষ নেতারা। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এবারই প্রথম সরাসরি নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের খবরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি খুব শিগগিরই বগুড়ায় আসবেন এবং তাকে একটি ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়া হবে।
এরপর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া-৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নির্বাচন সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। উল্লেখ্য, এই আসন থেকে তিনি এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া সবসময়ই বিএনপির শক্ত ঘাঁটি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতে রেকর্ড ভোটে এই আসনে জয়ী হয়েছেন, এবারও জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার এই আসন থেকে গাবতলীর মোর্শেদ আলমকেও মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে। তিনি আজ গাবতলী উপজেলা কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করবেন।
তবে তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এআরবি