দেরিতে পৌঁছানোয় পিরোজপুরে মনোনয়ন জমা দিতে পারলেন না দুই প্রার্থী

পিরোজপুরে নির্ধারিত সময়ের পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী, নাজিরপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী বিভিন্ন সময়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। একই দিনে পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও বিভিন্ন সময়ে অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-১ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ১৬ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। পিরোজপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সুমন, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, মাহমুদ হেসেন, এবিপি মনোনীত প্রার্থী ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মহিবুল হাসান। এছাড়া পিরোজপুর-৩ আসনেও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল জলিল শরীফ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী শামীম হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রুস্তম আলী ফরাজী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাসরেকুল আজম রবি, জাসদ মনোনীত প্রার্থী করিম শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী তৌহিদুর ইসলাম।
মনোনয়নপত্র জমা দিতে না পারার বিষয়ে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমি নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। বিকেল পাঁচটার এক থেকে দুই মিনিট পরে আমি সেখানে পৌঁছাই। মাত্র এক থেকে দুই মিনিট দেরি হওয়ার পরও আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমি এ বিষয়ে রাষ্ট্রের কাছে এবং আদালতের কাছে জানতে চাইবো, মাত্র দুই মিনিট দেরির জন্য কেন আমাকে প্রবেশ করতে দেওয়া হলো না।
তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী বা দলের কোনো দায়িত্বশীল নেতা বক্তব্য দিতে রাজি হননি।
সার্বিক বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, নির্বাচনী আইন অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীর উপস্থিত থাকা বাধ্যতামূলক। যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তারা কেউই পাঁচটার মধ্যে আসেননি। তারা পাঁচটা পনেরো বা বিশ মিনিটের পরে এসেছেন। এ সময়ে মনোনয়নপত্র গ্রহণ করার কোনো বিধান নেই।
শাফিউল মিল্লাত/এআরবি