সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছেন ১০ হাজার নেতাকর্মী

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সিরাজগঞ্জের বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই জানাজার সময় ও স্থান নির্ধারণ হওয়ার পরেই ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, খালেদা জিয়ার অবদান স্মরণ করে জেলার নেতাকর্মীরা জানাজায় উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সিরাজগঞ্জের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবেই ঢাকায় যাবেন। আজ রাত থেকেই বাসে একাধিক দল রওনা দেবে। আগামীকাল সকালের ট্রেনে আরও অনেকেই যোগ দেবেন। প্রায় ১০ হাজার নেতাকর্মী সিরাজগঞ্জ থেকে যাচ্ছেন।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে বহু মানুষ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় যেতে আগ্রহ প্রকাশ করেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জে যে শোকের স্রোত নেমে এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
নাজমুল হাসান/আরএআর