৫ দিন পর সূর্যের দেখা মিলল সিরাজগঞ্জে

টানা পাঁচ দিন পর সূর্যের দেখা মিলেছে সিরাজগঞ্জে। কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই স্বাভাবিক রোদ দেখা গেছে। বাড়ির গৃহিণীরা কাপড় ধুয়ে রোদে শুকাচ্ছেন, আর বৃদ্ধরা রোদে বসে গল্প করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা গেছে।
তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাঁচ দিন পরে আজ সূর্যের দেখা মিলেছে। বুধবার সকাল ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির উঠান, বারান্দা কিংবা ভিটাজুড়ে মানুষজন কাপড় নেড়ে দিয়েছেন৷ গৃহিণী সুখী খাতুন বলেন, সকালে উঠেই দেখি রোদ। তাই যেসব কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছি।
স্থানীয় আসাদুল খান বলেন, অনেকদিন পরেই রোদের দেখা পেলাম৷ সবাই রোদে বসে আড্ডা দিচ্ছি৷
সিরাজগঞ্জে চলতি মৌসুমে তাপমাত্রার অবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা সেই সময়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। সেই থেকে প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী ছিল।

২৬ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ২৮ ডিসেম্বর সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, এরপর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব দিনে কুয়াশা ও বাতাসের কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছিলেন না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ২৬ ডিসেম্বর মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। সিরাজগঞ্জও তার মধ্যে ছিল। কয়েক দিনের কঠিন শীত ও কুয়াশার পর আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
মো. নাজমুল হাসান/এএমকে