বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে গেল ইসরার

বন্ধুদের নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নামা বন্ধুকে উদ্ধার করতে গিয়ে ইসরার হাসনাইন (১৫) নামে এক স্কুলছাত্র সাগরে ভেসে গেছে। রোববার (২৭ জুন) সকালে সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
ইসরার শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আমান উল্লাহর ছেলে। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র।
নিখোঁজের মামা সায়েদ জালাল উদ্দিন বলেন, স্কুল বন্ধ থাকায় ইসরার ও তার বন্ধুরা মিলে সমুদ্রে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে ইয়াসিন আরফাত নামের আরেক বন্ধু স্রোতে ভেসে গেলে তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে ভাগনে ইসরারসহ অন্যরা। একে একে তার বন্ধুরা ফিরে এলেও ফিরে আসতে পারেনি ইসরার। এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ইসরারের সঙ্গে থাকা মোমেন শাহরিয়ার সিয়াম বলেন, আমরা ১২ জন বন্ধু মিলে সকালে সমুদ্রে গোসল করতে যাই। গোসলের এক পর্যায়ে ইয়াসিন আরাফাতকে স্রোতে ভেসে যেতে দেখে তাকে আমরা চার বন্ধু সিয়াম, তামসেন, মিরকাত ও ইসরার উদ্ধার করতে যাই। সেখান থেকে ইয়াছিন আরফাতসহ আমরা কূলে ফিরলেও ইসরারকে খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য সকাল থেকে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেল চারটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
এমএসআর