লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবনীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। লুৎফুজ্জামান বাবর ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নেত্রকোণা ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীর সকল নেতা কর্মী এবং সমগ্র দেশবাসীর কাছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য দোয়াপ্রার্থী। মহান আল্লাহ রাব্বুল আলামীন এই নির্বাচন যাত্রায় আমাদের সহায় হোন। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।’
এছাড়া নেত্রকোণা-৪ আসনে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজন প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি একজনের মনোনয়ন বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মামলা চলমান থাকার জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্মা রানীর মনোনয়ন বাতিল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চয়ন দেবনাথ মুন্না/আরকে