ওয়াদুদ ভুঁইয়ার বছরে আয় ৫৫ লাখ ৯৪ হাজার, ধর্ম জ্যোতির ৩ লাখ

বাংলাদেশ জাতীয় সংসদের ২৯৮নং সংসদীয় আসন খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার। মনোনয়ন যাচাই-বাছাই শেষে এমনটাই ধারণা করছেন এ আসনের ভোটাররা।
আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিল করা হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা হলফনামায় ১৪ লাখ ৯০ হাজার টাকার নীট সম্পদের বিবরণ উল্লেখ করেছেন। ব্যবসায়ী ধর্ম জ্যোতি চাকমা তার বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ টাকা।
এ ছাড়া, আব্দুল ওয়াদুদ ভুইঁয়ার স্ত্রীর ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫ লাখ টাকার কিছু বেশি। হলফনামায় ধর্ম জ্যোতি চাকমার স্ত্রী সন্তানের সম্পদের কোনো তথ্য নেই।
হলফনামা অনুযায়ী, ওয়াদুদ ভুইঁয়ার বার্ষিক আয় ৫৫ লাখ ৯৪ হাজার টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে তিনি কৃষি, ব্যবসা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে কৃষি খাত থেকে তার বছরে আয় ৭ লাখ ৯ হাজার ৭৬০ টাকা, ব্যবসা থেকে আয় ৪৪ লাখ ৩৬ হাজার ১৩৭ টাকা এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৪ লাখ ৪৮ হাজার ৮৫৯ টাকা।
বর্তমান বাজারমূল্যে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৩৩ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা। এ ছাড়া, তার মালিকানায় রয়েছে ২০ তোলা স্বর্ণ।
হলফনামায় উল্লেখ করা অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ অর্থ ১ লাখ ৩৩ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৬ কোটি ৩৬ লাখ টাকা। এ ছাড়া, তার রয়েছে ১৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের গাড়ি, ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র এবং ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আগ্নেয়াস্ত্র।
স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে অকৃষি জমি, বাড়ি এবং আবাসিক ও বাণিজ্যিক ভবন। এসব স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
পেশা হিসেবে ওয়াদুদ ভুইঁয়া রাজনীতি ও ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন। হলফনামায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ২৬টি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি খালাস অথবা অব্যাহতি পেয়েছেন। তবে কয়েকটি মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।
খাগড়াছড়ি আসনে প্রাথমিক মনোনয়ন বাছাইয়ে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলনসহ ৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আপিল নিষ্পত্তি শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মোহাম্মদ শাহজাহান/এএমকে