খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির তিন শতাধিক নেতাকর্মী

খাগড়াছড়িতে এনসিপির ১৯ জন পদধারী নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, আপনাদের যোগদান আমাদের দলকে আরও শক্তিশালী করবে এবং দলের সৌন্দর্য বৃদ্ধি করবে। এতে বিএনপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়বে। বিএনপি যদি বেগম খালেদা জিয়ার মতো আচরণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলে, তাহলে ভবিষ্যতেও আরও বহু দলের নেতাকর্মী বিএনপিতে যোগদান করবে।
তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পর দেশ আরও সুন্দর হবে। কিন্তু জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ মন্ত্রিত্ব গ্রহণ করেছে। কোটা আন্দোলনে যারা চাকরিতে সমান অধিকারের দাবি তুলেছিল, তারাই পরে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে সরকারের স্বাদ গ্রহণে ব্যস্ত হয়ে পড়ে। তারা ছাত্র হয়েও পড়ার টেবিলে না ফিরে ক্ষমতার পথে ছুটেছে এবং বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের সঙ্গে জড়িয়েছে।
বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সাদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদ শাহজাহান/আরএআর