রাজশাহী বিভাগের খবরাখবর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। শনিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৯টার মধ্যে তার মারা যান। তাদের মধ্যে একজন করোনায় মারা গেছেন। আর ৮ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। করোনা নেগেটিভ একজন মারা গেছেন ২৪ ঘণ্টায়। ১০ জনের মধ্যে ৪ জনের বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৫৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬৫ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত জানান, পাবনায় পিসিআর ল্যাব, আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়।
আমরা পাবনাবাসীর ব্যানারে মানববন্ধনে অর্ক অ্যাসিস্ট্যান্ট অব রিহ্যাবিলিটেশন, কালের কণ্ঠ শুভ সংঘ পাবনা শাখা, তহুরা আজিজ ফাউন্ডেশন, পাবনা অ্যাসোসিয়েশন, ইয়োলো ল্যাম্প, স্পর্শসহ প্রায় ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনে নামার কথাও জানান আন্দোলনকারীরা।
অন্যদিকে পাবনা প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রাইভেট কারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছে। রোববার (২৭ জুন) সকাল ১১টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি ঈক্ষু খামারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পাবনায় বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আটঘরিয়া উপজেলা দেবত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হামিদ মো. মোহাইম্মীন হোসেন চঞ্চলের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রী রোববার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনেন বলে জানান পাবনা প্রতিনিধি। অভিযোগ উঠেছে, মোটা অঙ্কের অর্থের বিনিমেয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আটঘরিয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম রতন।
বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি জানান, বগুড়ার সদর উপজেলার মাটিডালি এলাকায় চাঞ্চল্যকর সফিউল ইসলাম হত্যায় মামলায় তিন মাস পর গ্রেফতার পাভেল জিলাদার (২৩) নামে এক যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৬ জুন) বগুড়া সদরের সঞ্জিতা ইসলামের আদালতে ওই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রোববার (২৭ জুন) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেন।
অপর দিকে বগুড়া প্রতিনিধি জানান, রোববার (২৭ জুন) বগুড়া পৌর ও সদর উপজেলা এলাকায় অষ্টম দিনের মতো কঠোর বিধিনিষেধ চলছে। এ সময় বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শহরের সাতমাথায় অভিযান চালিয়েছেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় শহরে চলাচলকারী শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক প্রাইভেটকারকে মামলা দেয় ট্রাফিক বিভাগ।
বগুড়া প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ৩ নারীসহ ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে ২ জন বগুড়ার এবং বাকি ২ জন জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩২২ নমুনার ফলাফলে নতুন করে ১০১ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৩৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৫১ জন।
এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যসহ তিনি কয়েক দিন আগে জ্বর, শর্দি থাকায় ২৬ জুন করোনা পরীক্ষা করান। রোববার তার করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন গুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।
বগুড়া প্রতিনিধি আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব মানুষকে বিনামূল্যে টিকা প্রদানসহ বিভিন্ন দাবিতে বগুড়া জেলা বিএনপি স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ জুন) দুপুরে বগুড়া সিভিল সার্জন ড. মো. গওসুল আজিম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন বগুড়া জেলা বিএনপির নেতারা।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সুইট আহমেদ (২৮) নামের এক যুবকের। রোববার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুইট আহমেদ বিজরুল গ্রামের মনছুর হোসেনের ছেলে। অসাবধানতায় এই দুর্ঘটনা বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বগুড়ার চাঞ্চল্যকর ইজিবাইকচালক সাব্বির হত্যার মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৭ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ জুন জেলার শাজাহানপুর উপজেলার খরনা এলাকায় হাত বাঁধা লাশ উদ্ধার করে সাব্বির আহমেদের (১৪)।
নওগাঁ প্রতিনিধি শামীনূর রহমান জানান, নওগাঁর সাপাহারে খাদ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থের চেক ও জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে নগদ অর্থ ও ছাগল বিতরণের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির (এআইজিএ) আওতায় উপকরণ হিসেবে উপজেলার ৩০টি জেলে পরিবারের মধ্যে ৪টি করে ১২০টি ছাগল, খাদ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩টি মসজিদে ৯০ হাজার টাকা এবং ৪টি পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি চম্পক কুমার জানান, জয়পুরহাট সদর উপজেলার একটি খ্যাতনামা বিদ্যালয়ের দশম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহের প্রস্তুতি রুখে দিয়েছে পুলিশ। সংসারের আর্থিক টানাপোড়েনের জন্য পড়ালেখায় ভালো হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বাবা।
খবর পেয়ে রোববার (২৭ জুন) দুপুরের দিকে ওই ছাত্রীর বাবাকে থানায় ডেকে নেন জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান। পরে তাকে এমন সিদ্ধান্ত থেকে সরিয়ে এনে ওই ছাত্রীর পড়ালেখায় আর্থিক সহায়তার আশ্বাস দেন ওসি।
অন্যদিকে নানার বাড়ি এলাকার পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে স্বর্ণা আক্তার (১০) নামের এক শিশুর। রোববার (২৭ জুন) দুপুরের দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর আদিবাসী পাড়া (তালপট্টি) গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত স্বর্ণা দিনাজপুর জেলার হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের এরশাদ হোসেনের মেয়ে। সম্প্রতি নানাবাড়ি পাঁচবিবিতে বেড়াতে এসেছিল সে।
ফেরদৌস /এনএ