রংপুর বিভাগের খবরাখবর

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ২, রংপুর ও লালমনিরহাটে ১ জন করে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আটটি জেলায় ৪৪৭ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় রংপুরে ৭৮ রয়েছেন।
এদিকে প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় তরুণী প্রীতি পণ্ডিতকে (১৭) সেফ হোমে রাখা হয়েছে। তার প্রেমিক মিলন মিয়া ও সহযোগী হাবিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ জুন) বিকেলে আসামিদের আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন এ নির্দেশ দেন।
অপরদিকে মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের মোসলেমবাজারে বালুবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অটোচালক ওবায়দুল ইসলাম (৩৫) ও যাত্রী হাসিনা পারভীন (৩০)। তাদের দুজনের বাড়ি রংপুর মহানগর এলাকায়। মহাসড়কে দাঁড়িয়ে ব্যাটারিচালিত অটোবাইকে আরও যাত্রী নেওয়ার অপেক্ষায় থাকার সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।
জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে রসিদ (দাখিলা) না থাকায় খাজনা দিতে না পারার অভিযোগ উঠেছে। বিষয়টি স্বীকার করে খাজনা আদায়ের রসিদ বই শেষ হওয়ার কথা জানিয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা মো. মতিয়ার রহমান। রোববার অনেকেই খাজনা দিতে এসে রসিদ না থাকায় ফিরে গেছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এরফান আলী (৭৬) নামের এক মুক্তিযোদ্ধা তার ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করেছেন। তার অভিযোগ, পরকীয়ায় বাধা দেওয়ায় শনিবার রাতে বাড়িতে ঢুকে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতন করেছেন স্থানীয় ও ভাড়াটে সন্ত্রাসীরা। রংপুর নগরের পাটবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন জানান, হাতীবান্ধা উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ শফিকুল ইসলাম (৫৫) মারা গেছেন। রোববার (২৭ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গরুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন শফিকুল।
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জুয়েল রানা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। রোববার (২৭ জুন) দুপুরে সরকারি কলেজ মোড় থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সভাপতি আবদার হোসেন বুলু, সদস্যসচিব অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন, হারুন অর রশীদ, আলেপ উদ্দিন প্রমুখ। একই দাবিতে রৌমারী উপজেলায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রতিনিধি রনি মিয়াজী জানান, মাদক সেবনের দায়ে শাহিনুর রহমান (৩০) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ জুন) দুপুরে তেঁতুলিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কের রনচণ্ডী সেতু এলাকায় মাদক সেবনের সময় শাহিনুরকে হাতেনাতে আটক করে পুলিশ।
নীলফামারী জেলা প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন জানান, সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান সেলিম নামের এক সেনাসদস্য মারা গেছেন। তিনি সৈয়দপুর সেনানিবাসে শিক্ষা কোরের ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রোববার (২৭ জুন) দুপুরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা গ্রামের মসজিদপাড়ার মালেকুজ্জামানের ছেলে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, স্থগিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে জুম সেবার মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিকেলে অনলাইন পরীক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীরা ‘জুম’ সেবা ব্যবহার করে ডিভাইস সামনে রেখে নির্দিষ্ট সময়ে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অনলাইনে প্রশ্নপত্র সরবরাহ করা হলে শিক্ষার্থীরা নিজস্ব খাতায় উত্তর লিখবেন।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ