এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

পটুয়াখালীর সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক জাহিদ রিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বুধবার রাতে কলাপাড়ার নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন এই সাংবাদিক সহকর্মী ও নবীন সাংবাদিকদের কাছে ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। কর্মজীবনে কাজের স্বীকৃতি হিসেবে তিনি মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেন। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারণা ছিল চোখে পড়ার মতো।
তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে তার পরিবার জানিয়েছে।
এসএম আলমাস/এআরবি