শহীদ ওসমান হাদির স্মরণে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

নলছিটির তরুণদের সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে ‘তারুণ্যের নলছিটি’ যুব সংগঠনের উদ্যোগে ‘তারুণ্যের দর্পণ’ নামক একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ম্যাগাজিনটি উৎসর্গ করা হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় নলছিটি উপজেলা পরিষদ হলরুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব। বিশেষ অতিথি ছিলেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি মো. আমির হোসেন এবং সংগঠনের উপদেষ্টা শাহাদাত ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘তারুণ্যের নলছিটি’ সংগঠনের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ। এছাড়াও স্থানীয় যুব নেতা, শিক্ষক, লেখক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব আনুষ্ঠানিকভাবে ‘তারুণ্যের দর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। এরপর ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।
স্মরণ সভায় বক্তারা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ন্যায়বোধ, সততা এবং তরুণ সমাজের প্রতি তার দায়বদ্ধতার কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তারা বলেন, ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, বরং তার আদর্শ ও সাহসী অবস্থানের কারণেই তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন।

সংগঠনের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ তার বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ‘তারুণ্যের নলছিটি’ সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা এবং স্থানীয় তরুণদের নৈতিক প্রেরণার বাতিঘর। তার রেখে যাওয়া আদর্শ ও চিন্তার চর্চা চালিয়ে যাওয়ার মাধ্যমেই তাকে যথাযথভাবে স্মরণ করতে হবে।
শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন ব্যক্তিত্ব। ন্যায় ও সততার প্রশ্নে তিনি কখনো পিছু হটেননি। তরুণদের নৈতিকভাবে গড়ে তোলাই ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব তার বক্তব্যে বলেন, তরুণদের সাহিত্যচর্চা ও সামাজিক দায়বদ্ধতায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ওসমান হাদির মতো ব্যক্তিত্বদের আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শহীদের ভগ্নিপতি আমির হোসেন। দোয়া শেষে হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে উপস্থিত তরুণরা প্রতীকী প্রতিবাদ ও স্লোগান দেন।
শাহীন আলম/এআরবি