চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজমতপুর সীমান্তের একটি আমবাগান থেকে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৯ জানুয়ারি) ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সেই লক্ষ্যে বিগত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কি.মি. সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে। তবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ছয় মাসে ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
মো. আশিক আলী/এএমকে